Saturday, January 3, 2015

‘ইন্টারনেট সংযোগ না নিলে স্কুল-মাদ্রাসার নিবন্ধন স্থগিত’


internetস্কুল-মাদ্রাসায় ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সকল সহযোগিতা দিচ্ছে। তারপরও কোন প্রতিষ্ঠান কানেকশন না নিলে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত রাখা হবে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাকালে এ বিষয়ে তদারকি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন পাঠ পরিকল্পনা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মানের ব্যবধান কমে আসবে বলে কমিটি আশা করছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন সাংবাদিকদের জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানের ব্যবধান রয়েছে। সে কারণে স্কুলগুলোতে কবে কি পড়ানো হবে সে বিষয়ে সারা বছরের একটি পরিকল্পনা থাকা দরকার। মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, প্রাইমারি স্কুল ও মাদ্রাসাগুলোতে ইন্টারনেট কানেকশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান এক্ষেত্রে অবহেলা করছে। তাই মন্ত্রণালয় ইন্টারনেট কানেকশন না নিলে নিবন্ধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে পরীক্ষামূলক কয়েকটি উপজেলায় নবম শ্রেণিতে অভিন্ন প্রশ্ন ও কোড পদ্ধতি প্রবর্তন করে পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে শিক্ষার মান উন্নয়নের জন্য সুপারভিশন শুধু প্রশাসনিক কর্মকর্তাদের উপর ন্যস্ত না করে অভিভাবক ও এলাকাবাসীকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। আর উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে সঠিকভাবে মনিটরিং-এর মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য মন্ত্রণালয়কে আরো বেশি কঠোর হতে বলা হয়েছে। এছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক মানদন্ড অনুসরণ করে নিয়োগ প্রদানের জন্য পরিচালনা কমিটির দিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

0 comments:

Post a Comment

Popular Posts