Monday, January 19, 2015

বদলে যাচ্ছে হোয়্যাটসঅ্যাপ!


মোবাইল মেসেজিং সার্ভিস হোয়্যাটসঅ্যাপ সম্ভবত তাদের মেসেজিং অ্যাপের নয়া ভার্সন হোয়াটসঅ্যাপ প্লাস নিয়ে আসতে চলছে। যদিও, এটি একটি সম্পূর্ণ নতুন অ্যাপ নাকি যে অ্যাপটি আছে তারই একটি বর্ধিত ভার্সান, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় ইউজারদের কাছে।
সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ প্লাসে ইউসারদের জন্য বিবিধ আকর্ষণীয় ফিচার থাকবে। এতে থাকবে আগে থেকে তৈরি থিম ও বেশ কিছু ইমোটিকন। বড় বড় ফাইল সহজেই শেয়ার করা যাবে। যদিও এই অ্যাপটি বিনামূল্যে পাওয়া যাবে নাকি এর জন্য পকেট কাটা যাবে সে বিষয়টিই পরিস্কার নয়।

0 comments:

Post a Comment

Popular Posts