Tuesday, February 10, 2015

১০০ লিটার দুধে sunny lione এর স্নান, দেখুন (ভিডিওসহ)

‘এক পেহেলি লীলা’ সিনেমাতে সানি লিওনকে দেখা যাবে তিন রূপে। তাতেই এক সময় দেবীর রূপে পর্দায় আসবেন তিনি। পরিচালক ববি খান সেই দেবীকেই স্নান করালেন দুধসাগরে। তবে ১ বা ২ লিটার নয় মোট ১০০ লিটার দুধে স্নান করছেন সেই দেবী। এ সিনেমাতে প্রথমবারের মত সানিকে ক্লাসিকাল ডান্স করতে দেখা যাবে। আর তিনি এ নৃত্যের জন্য কোরিওগ্রাফার সারুজ খানের কাছ থেকে তালিমও নিয়েছেন।
ভারতের রাজস্থানে কনকনে শীতে চলছিল এ শুটিং। আর এ কনকনে ঠান্ডার এক পর্যায়ে সানিকে দুধ স্নান করানো সমস্যা হয়ে পড়ছিল। পরে পরিচালক গরম পানি দুধে মিশিয়ে শুটিংয়ের কাজ শেষ করে।
কিন্তু সানির অ্যালার্জি সমস্যা থাকায় কয়েকটা শটের পরেই সানি সে সমস্যায় পড়লেন। তবে সানি সব সমস্যার কথা ভুলে গিয়ে শুটিং চালিয়ে যান। পরিচালকও নিজের পছন্দমতো ফ্রেমবন্দি করতে পারেন সানির দুধ স্নানের দৃশ্য।
এ সিনেমায় সানিকে দেখা যাবে একবার দেবী, একবার ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল আর একবার আইটেম সংয়ে ডান্স করতে।

0 comments:

Post a Comment

Popular Posts