Monday, February 2, 2015

আমার কাজের ইমপ্রুভ হচ্ছে – নায়লা নাঈম



নতুন ছবিটির একটি গানে একেবারে নতুন রুপে দেখা যাবে নায়লা নাঈমকে। আর সে সিনেমাটির জন্য সম্প্রতি একটি ফটোশুট করেছেন তিনি।
আর সে ফটোশুটে নায়লা নিজের কাজেই দারুণ মুগ্ধ। নায়লা জানান, আমার ধারণা আমার কাজের ইমপ্রুভ হচ্ছে। যার ছাপ দেখা যাবে নতুন এই চলচ্চিত্রের গানে। ছবিটির নাম ‘রাত্রির যাত্রী’।
ছবিটি পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী। সিনেমাতে মৌসুমির বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে।
এছাড়া আরও অভিনয় করবেন এ টি এম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, সাদিয়া আফরিন, সোনিয়া হোসেন, প্রতিভা শাওনসহ আরও অনেকে।
‘রাত্রীর যাত্রী’ সিনেমার ‘আমি সুন্দরী মেয়ে’ শিরোনামের একটি গানে পারফর্ম করবেন নায়লা নাঈম। গানে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। এই গানের কোরিওগ্রাফিতে রয়েছেন তানজিল।

Related Posts:

0 comments:

Post a Comment

Popular Posts