Tuesday, January 13, 2015

গুগলে ‘সেক্স’ শব্দ খোঁজায় তৃতীয় বাংলাদেশ

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে সেক্সশব্দটি অনুসন্ধানের (সার্চ) ক্ষেত্রে চলতি বছর বাংলাদেশের অবস্থান তৃতীয়এ ক্ষেত্রে শ্রীলঙ্কা প্রথম এবং ভারত দ্বিতীয়সম্প্রতি গুগলে প্রকাশিত কোনো নির্দিষ্ট শব্দ অনুসন্ধানের ক্ষেত্রে কোনো দেশের অবস্থানবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য মিলেছেখবর মিররের

গুগলের প্রতিবেদন অনুযায়ী দেশের অবস্থানবিষয়ক তালিকা করতে প্রথমে কোনো দেশের নির্দিষ্ট শব্দের অনুসন্ধান কতটা করা হয় এর তথ্য নেওয়া হয়এর ওপর ভিত্তি করে ওই দেশে নির্দিষ্ট শব্দটি অনুসন্ধানের মান দেওয়া হয়পরে সব দেশের পাওয়া মান একসঙ্গে নিয়ে তৈরি হয় তালিকাসেক্সশব্দটি অনুসন্ধানের ক্ষেত্রে দেশের অবস্থানের তালিকা করতেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে

সূত্র- internet 

0 comments:

Post a Comment

Popular Posts