Tuesday, January 13, 2015

সানির ৩ নম্বর 'হেট স্টোরি'!


পাওলি দাম, সুরভিন চাওলা নাকি সানি লিওন? সেক্স ডিভা হিসাবে কাকে ফার্স্ট প্রাইজ দেবেন আপনি? উহু..কোনও ক্যুইজ কনটেস্ট নয়। কথা হচ্ছে আসন্ন একটি ছবি নিয়ে। যার তিন নম্বর সিক্যুয়েলে নাকি দেখা মিলবে এই প্রাক্তন পর্ণস্টারের।

শোনা যাচ্ছে ‘হেট স্টোরি’-৩ এ সানি লিওনকে কাস্ট করা হয়েছে। পাওলি দাম ও সুরভিন চাওলার পর এবার ‘হেট স্টোরি ৩’-এ আপনার মনোরঞ্জনের জন্য হাজির থাকবেন ‘পিঙ্ক লিপস্’ সানি।

পাওলি ও সুরভিনের যৌন আবেদনের পর এই সিনেমার সিক্যুয়েলে পর্দায় রগরগে মায়াবী যৌনতা  ছড়াতে সানিকে বেছে নেওয়া হয়েছে বলে বলিউডে জোর জল্পনা চলছে। আর এই সিনেমার জন্য সানি নাকি ইতিমধ্যেই চুক্তিতেও স্বাক্ষর করেছেন।

জানা গেছে, ‘দি এক্সপোজ’ সিনেমার অভিনেত্রী সোনালি রাওয়াতকে ‘হেট স্টোরি ৩’-তে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু যে ছবিতে আগে অন্য অভিনেত্রীরা অভিনয় করেছেন সেখানে অভিনয় করতে রাজি হননি সোনালি। এরপরই সানিকে প্রস্তাব দেওয়া হয়।
সূত্র- internet

0 comments:

Post a Comment

Popular Posts