Tuesday, January 13, 2015

সানির ৩ নম্বর 'হেট স্টোরি'!


পাওলি দাম, সুরভিন চাওলা নাকি সানি লিওন? সেক্স ডিভা হিসাবে কাকে ফার্স্ট প্রাইজ দেবেন আপনি? উহু..কোনও ক্যুইজ কনটেস্ট নয়। কথা হচ্ছে আসন্ন একটি ছবি নিয়ে। যার তিন নম্বর সিক্যুয়েলে নাকি দেখা মিলবে এই প্রাক্তন পর্ণস্টারের।

শোনা যাচ্ছে ‘হেট স্টোরি’-৩ এ সানি লিওনকে কাস্ট করা হয়েছে। পাওলি দাম ও সুরভিন চাওলার পর এবার ‘হেট স্টোরি ৩’-এ আপনার মনোরঞ্জনের জন্য হাজির থাকবেন ‘পিঙ্ক লিপস্’ সানি।

পাওলি ও সুরভিনের যৌন আবেদনের পর এই সিনেমার সিক্যুয়েলে পর্দায় রগরগে মায়াবী যৌনতা  ছড়াতে সানিকে বেছে নেওয়া হয়েছে বলে বলিউডে জোর জল্পনা চলছে। আর এই সিনেমার জন্য সানি নাকি ইতিমধ্যেই চুক্তিতেও স্বাক্ষর করেছেন।

জানা গেছে, ‘দি এক্সপোজ’ সিনেমার অভিনেত্রী সোনালি রাওয়াতকে ‘হেট স্টোরি ৩’-তে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু যে ছবিতে আগে অন্য অভিনেত্রীরা অভিনয় করেছেন সেখানে অভিনয় করতে রাজি হননি সোনালি। এরপরই সানিকে প্রস্তাব দেওয়া হয়।
সূত্র- internet

Related Posts:

  • লিফটে আটকে সানি লিওন make money বিভিন্ন ম্যাগাজিনের কভার পেজে প্রায়ই চোখে পড়ে বলিউডের ‘বেবিডল’কে।কিন্তু সম্প্রতি জনপ্রিয় এক ম্যাগাজিনের কভার পেজে নিজেদের জায়গা … Read More
  • সানির ৩ নম্বর 'হেট স্টোরি'! make money পাওলি দাম, সুরভিন চাওলা নাকি সানি লিওন? সেক্স ডিভা হিসাবে কাকে ফার্স্ট প্রাইজ দেবেন আপনি? উহু..কোনও ক্যুইজ কনটেস্ট নয়। কথা হ… Read More
  • রিহ্যাব থেকে মুক্তি ইয়ো ইয়ো হানি সিং-এর ইয়ো ইয়ো হানি সিং রিহ্যাব থেকে ছাড়া পেলেন | মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি ৩ মাস রিহ্যাবে ছিলেন | বহু বছর ধরেই উনি এই কুঅভ্যাস ছাড়ার চেষ্ট … Read More
  • মা হতে চান ক্যাটরিনা কাইফ make money বলিউডের বারবি ডল ক্যাটরিনা কাইফের সাথে লাভার বয়রণবীর কাপুরের বাগদান হয়ে গেছে বলে বলিউডের গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে কারও কাছে হ… Read More
  • বিয়ের আগেই অর্ধনগ্ন আনুস্কা (ভিডিও সহ) ক্রিকেট তারকা বয়ফ্রেন্ড বিরাট কোহলির সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে বলিউড তারকা আনুস্কা শর্মার। দুই পরিবারের মধ্যেই চলছে আদান-প্রদান। কিছুদিনের মধ্য… Read More

0 comments:

Post a Comment

Popular Posts