Wednesday, January 14, 2015

স্মার্টফোন কেনার আগে যে পাঁচটি বিষয় জেনে নিনতথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ছাড়া একটি সেকেন্ডও কল্পনা করা যায় না। আর বর্তমানে অ্যান্ড্রয়েড ও স্মার্টফোনের ব্যপক প্রসার মোবাইল ফোন ব্যবহারের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।  কারণ আপনি যদি স্মার্টফোন কিনেন তাহলে আপনি কথা বলা ছাড়াও আরও অনেক কাজে এটি ব্যবহার করতে পারবেন । স্মার্টফোন আপনার বহু সমস্যার সমাধান দিবে। তবে স্মার্টফোন কেনার আগে আপনাকে  একটু সর্তকতা অবলম্বন করতে হবে। ফোন কিনে নেওয়ার পর তা যদি যথাযথ কাজে ব্যবহার করতে না পারেন তাহলেতো যন্ত্রনার শেষ থাকবেনা । তাই স্মার্টফোন কেনার পূর্বে কিছু বিষয় খেয়াল করা অনেক জরুরী যা না করলে ঠিক নিজের জন্য মানানশয়ী স্মার্টফোন কেনা কষ্টকর হয়ে যাবে । আশা রাখি স্মার্টফোন কেনার আগে অবশ্যই নিম্নক্তো পাঁচটি বিষয় জেনে তারপরই ফোন কিনবেন।

১। আপারেটিং সিস্টেমঃ
প্রথমে যে বিষয়টা দেখবেন এটা কি ধরনের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এবং বিভিন্ন অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো যাচাই করে নিবেন ।

২। ডিসপ্লেঃ
এরপর হচ্ছে এই হ্যান্ডসেটটা ডিসপ্লেটা কত ইঞ্চি এবং এটি কি ধরনের ডিসপ্লে এই বিষয়টা দেখে নিবেন ।

৩। র‍্যাম, রোম এবং এক্সটারনাল মেমোরিঃ

হ্যান্ডসেটটির র‍্যাম, রোম এবং এক্সটারনাল মেমোরি কত এ বিষয়গুলো দেখে নিবেন।

৪। প্রসেসরঃ
হ্যান্ডসেটটায় কি প্রসেসর ব্যবহার হচ্ছে এবং এটার স্পীড কতো এই বিষয়গুলো একটু নিশ্চিত হয়ে নিবেন ।

৫। দাম যাচাইঃ
বাজারে ঘুরে কিংবা অনলাইনে বসে দাম যাচাই করে তারপর কিনতে যাওয়া । 

সূত্র- internet

0 comments:

Post a Comment

Popular Posts