Wednesday, January 14, 2015

১০টি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার টিপস



বন্ধুরা আপনারকি ক্যারিয়ার নিয়ে চিন্তিত। নো টেনশন ক্যারিয়ার নিয়ে আপনার দুঃচিন্তা দূর করতে ১০টি গুরুত্বপূর্ন ক্যারিয়ার টিপস আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা রাখি এই ক্যারিয়ার টিপস গুলি আপনাকে নতুন করে অনুপ্রেরণা যোগাবে..

১০টি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার টিপসঃ
১. আত্মবিশ্বাসী হতে হবে। কোনো কাজ শুরু করার পূর্বেই হেরে যাব এমটি ভাবা যাবে না।
২. কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে ভালবাসুন। কাজকে যদি ভালোবেসে চ্যালেঞ্জ হিসেবে নিতে না পারেন তাহলে আপনার পক্ষে কখনো উন্নতি করা সম্ভব হবে না।
৩. সহকর্মীর কাজ দেখে ঈর্ষাণ্বিত হবেন কিন্তু হিংসা করবেন না্। তার থেকে শেখার চেষ্টা করবেন।
৪. উন্নতি অল্প সময়ে হয় না এর জন্য ধর্য্য ধারণ করতে হয়। তাই ধর্য্যশীল হতে হবে।
৫. আপনি যে কাজে পারদর্শী সেই কাজটাই করার চেষ্টা করুন । কারণ ঐ কাজটাই আপনার জন্য সহজ হবে যা আপনার ক্যারিয়ার গঠনে ব্যাপক ভূমিকা রাখবে।
৬. বর্তমানে আপনি যে কাজটি করছেন তার উপর গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। কারণ বর্তমান কাজটিও আপনার ভবিষ্যত ক্যারিয়ার হতে পারে।
৭. সব সময় অধ্যায়নের উপর থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন নতুন যে বিষয় আসবে সেটাও আপনাকে শিখতে হবে এবং তার উপর পড়াশুনা করতে হবে।
৮. সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
৯. নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। যে টা আপনার ভবিষ্যত ক্যারিয়ার হবে।
১০. ভুল প্রতিনিয়তেই হবে। তবে নিজের ভুল গুলো সংশোধনের চেষ্টা করতে হবে। নিজে সমাধান করতে না পারলে অন্য কারোর সহযোগিতা নিতে হবে।


সূত্র- internet

0 comments:

Post a Comment

Popular Posts