Monday, January 5, 2015

যে কারনে সেক্সটিংয়ে আগ্রহী হয় টিনএজাররা

পর্ন সিনেমার প্রতি আসক্তি থেকেই টিনএজাররা সেক্সটিংয়ে
উৎসাহিত হয়। তারা স্মার্টফোনে নিজেদের সেক্সি ছবি বা অশ্লীল মেসেজ পাঠায়
বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্প
এর এক দল গবেষক তাদের গবেষণায় দেখেছেন, ছেলে-মেয়ে উভয় টিনএজারদের মাঝে
সেক্সটিংয়ের অভ্যাস গড়ে ওঠে মূলত পর্ন ছবির প্রতি আসক্তি থেকে। এ গবেষণায়৩০০ জন টিনএজারদের সেক্সটিং
বিষয়ক আচরণ পর্যবেক্ষণ করেন। পরে অশ্লীল সিনেমা এবং মিউজিক ভিডিও দেখার সঙ্গে এ বয়সী ছেলে-মেয়েদের সেক্সটিংয়ের অভ্যাস জন্ম নেয়। এসবের মধ্যে যোগসূত্র নিশ্চিত করেন গবেষক জোরিস ভ্যান ওয়াইটসেল, কোয়েন পনেট এবং মাইকেল ওয়ালরেভ। ক্যালিফোর্নিয়ার ইন্টারঅ্যাকটিভ মিডিয়া ইনস্টিটিউট এবং বেলজিয়ামের ভার্চুয়াল রিয়েলিটি মেডিক্যাল ইনস্টিটিউট থেকে বলা হয়, এ গবেষণার ফলাফল সমস্যা সমাধানে কাজে লাগতে পারে। এ গবেষণা প্রতিবেদনটি 'সাইবারসাইকোলজি, বিহেভিয়াল অ্যান্ড সোশাল নেটওয়ার্কিং' জার্নালে প্রকাশিত হয়েছে।

Related Posts:

0 comments:

Post a Comment

Popular Posts