Monday, January 5, 2015

নিয়মিত হস্তমৈথুন কি শরীরের পক্ষে ভাল?

nsnewsbd.blogspot.com



  অনেক গবেষক মনে করেন নিয়মিত Masturbation বা হস্ত মৈথুন করা ভাল কারণ এতে স্পার্ম কাউন্ট এবং মোবিলিটি বাড়ে | আর এছাড়াও পুরনো স্পার্ম নতুন স্পার্ম দিয়ে রিপ্লেসড হয় ফলে ফার্টিলিটি বাড়ে |

স্ট্রেস কমানোর জন্যেও Masturbation খুব ভাল | Masturbation করার সময় বেশ কিছু হর্মোন বের হয় যা স্ট্রেস কমাতে সাহায্য করে | ভাল ঘুমও হয় |

সেক্স করার ফলে অনেক sexually transmitted diseases (STDs) হওয়ার ভয় থাকে | কিন্তু হস্ত মৈথুনে সেই ভয় থাকে না | একে সব থেকে 'সেফেস্ট সেক্সুয়াল প্র্যাকটিস' বলা যেতে পারে |

২০০৩ এ অস্ট্রেলিয়ান গবেষকরা পরীক্ষা করে দেখেন, যে পুরুষেরা এক সপ্তাহে ৫ বারের বেশি হস্ত মৈথুন করেন তাদের প্রস্টেট ক্যানসার হওয়ার ভয় অনেক কমে যায় |



অনেকেই মনে করেন একমাত্র তারাই হস্ত মৈথুন করেন যারা সেক্স পার্টনার পায় না | কিন্তু এটা সম্পূর্ন ভুল ধারণা | দেখা গেছে যারা বেশি মাস্টারবেট করে তারা সাধারণত ভাল সেক্স পার্টনার এবং বিছানাতে ভাল পারফর্ম করে | হস্তমৈথুনের ফলে অন্যান্য যৌন সমস্যাও কমে যায় |
সূত্র- internet 

0 comments:

Post a Comment

Popular Posts