Monday, January 19, 2015

লিফটে আটকে সানি লিওন


বিভিন্ন ম্যাগাজিনের কভার পেজে প্রায়ই চোখে পড়ে বলিউডের ‘বেবিডল’কে।কিন্তু সম্প্রতি জনপ্রিয় এক ম্যাগাজিনের কভার পেজে নিজেদের জায়গা করে নিয়েছেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল।রবিবার ছিল সেই ম্যাগাজিনের লঞ্চিং।আর এই অনুষ্ঠানে গিয়ে লিফটে আটকে পড়েন সানি ও ড্যানিয়েল।
জানা গেছে, অনুষ্ঠান আসার সময় এই বিপত্তিটি ঘটে।সানি ও ড্যানিয়েল প্রায় আধা ঘণ্টা লিফটের মধ্যে বন্ধ ছিলেন।তাঁরা অনেক চেষ্টা করেও লিফটের দরজা খুলতে পারেননি।অবশেষে টেকনিশিয়ানকে ডাকা হলে তিনি লিফট থেকে বার করেন সানিকে।
কিন্তু সবথেকে আশ্চর্যের ঘটনা।এতটা সময় লিফটে আটকে থেকে কিঞ্চিৎ পরিমাণও ভয় পাননি এই নীলপরী।বরং হাসি মুখে বেরিয়ে এলেন লিফট থেকে।তারপর লিওনি আন্দাজে শুরু হয় ম্যাগাজিন লঞ্চ অনুষ্ঠান।
এই ঘটনা থেকে  বোঝা যায় বলিউডের এই সুন্দরীর ধৈর্যও অপরিসীম।

Related Posts:

0 comments:

Post a Comment

Popular Posts