Sunday, January 18, 2015

বিয়ের আগেই অর্ধনগ্ন আনুস্কা (ভিডিও সহ)

ক্রিকেট তারকা বয়ফ্রেন্ড বিরাট কোহলির সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে বলিউড তারকা আনুস্কা শর্মার। দুই পরিবারের মধ্যেই চলছে আদান-প্রদান। কিছুদিনের মধ্যেই বিয়ের পিড়িতে বসতে হচ্ছে দু’জনকে।
কিন্তু বিয়ের আগেই কী করলেন আনুস্কা? এসময় নিজেকে যতোটা সম্ভব আড়াল করে রাখাটাই শ্রেয়। অথচ উল্টোটা করলেন এই বলিউড অভিনেত্রী। প্রায় অর্ধনগ্ন হয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন তিনি। তাও আবার পুরুষদের জন্য!
পুরুষদের ম্যাগাজিন ইন্ডিয়ান ম্যাক্সিমের ফেব্রুয়ারি সংখ্যার জন্যই নিজেকে একটু আবেদনময়ী করে ছবি তুললেন বিরাট কোহলির এই হবু বউ।
যদিও এটি আনুস্কার জন্য নতুন কিছু নয়, এর আগেও রঙিন পর্দায় বেশ কয়েকবার এই অভিনেত্রীকে দেখা গেছে বেশ খোলামেলা পোশাকে। তবে ছেলেদের ম্যাগাজিনের জন্য এটিই তার প্রথম সাহস।


সূত্র- internet

Related Posts:

0 comments:

Post a Comment

Popular Posts