Monday, January 5, 2015

যৌন কামনাকে দমিয়ে রাখে যে শারীরিক-সমস্যা

ruined sex lifeডায়াবেটিস: রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি হওয়াতে অনেকরকমের জটিলতা তৈরি হয় তার মধ্যে একটা হল সেক্সুয়াল ডিসফাংশন | পরিসংখ্যাণ অনুযায়ী ৬০% থেকে ৭০% পুরুষ যাদের ডায়াবেটিস আছে তাদের ইন্দ্রিয় শৈথিল্য দেখা দিয়েছে | মধুমেহর ফলে যৌনাঙ্গে ঠিকমত রক্ত চলাচল হয় না | ফলে এই সমস্যা দেখা দেয় | আবার মধুমেহ হলে নার্ভের সমস্যা দেখা দেয় ফলে ঠিক মত erection হয় না |

ডিপ্রেশন: হেলদি সেক্সুয়াল লাইফ এনজয় করার জন্য সেক্সুয়াল ডিসায়ার তৈরি হওয়া উচিত | শরীরের সব ইচ্ছার জন্ম মস্তিষ্কে হয় | তাই ব্রেন যদি ঠিক মতো কাজ না করে তখন সেক্স করার ইচ্ছা তৈরি হয় না | যারা chronic stress and clinical depression এর রোগী তাদের মধ্যে এটা দেখা যায় | আবার ডিপ্রেশনের ওষুধ বা Antidepressants খেলে সেক্স করার ইচ্ছা চলে যায় |

ভ্যাসকুলার ডিজিজেজ : যারা রক্ত সংক্রান্ত সমস্যায় ভোগেন যেমন হাইপারটেনশন বা hardening of the arteries এর সমস্যায় আক্রান্ত, তাদের ঠিকমতো রক্ত চলাচল হয় না | ফলে erectile dysfunction হতে পারে | আর মহিলাদের ক্ষেত্রে insufficient lubrication এর সমস্যা দেখা দেয় |

ব্যাক পেইন: যদিও পিঠে ব্যথা হলে সেক্স লাইফে সরাসরি প্রভাব ফেলে না কিন্তু দেখা গেছে পিঠে ব্যথা হলে সেক্স করার ইচ্ছা কমে যায় | তাই পিঠে ব্যথা হলে তা অবহেলা করবেন না |

অ্যানিমিয়া: অ্যানিমিয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায় ফলে সেক্স করার উৎসাহ পান না অনেকেই | পুরুষদের অ্যানিমিয়া হলে lowered sexual desire আর erection problems দেখা যায় |

মেনোপোজ: মহিলাদের মেনোপোজ হলে হরমোনের লেভেল কমে যায় আর তার জন্যে সেক্সসুয়াল ডিজায়ার কমে যায় | সঠিক কাউন্সেলিং আর ট্রিটমেন্ট করলে এই সমস্যা অনেকটা কমে যায় |

0 comments:

Post a Comment

Popular Posts